শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরিচ দাম নেই বিপাকে জামালপুরের চাষীরা

খাদেমুল বাবুল: [২] যমুনা ব্রহ্মপুত্র বিধৌত জামালপুরের চরাঞ্চলে মরিচের বাম্পার হলেও দাম না থাকায় বিপাকে রয়েছেন চরাঞ্চলের মরিচ চাষীরা। চলতি রবি মওসুমে জামালপুর সদর, সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহে উপজেলার চরাঞ্চলে ৮ হাজার ২০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

[৩] বাজারগুলোতে ইতোমধ্যে নতুন মরিচ উঠতে শুরু করেছে। পানির দামের চেয়েও মরিচের দাম হওয়ায় লাভতো দুরের কথা উৎপাদন খরচও উঠছে না। চরাঞ্চলের অর্থকরী ফসল মরিচ নিয়ে বিপাকে পড়েছে চাষীরা।

[৪] কৃষি বিভাগ বলছেন, চাষীদের উন্নত জাতের মরিচ বীজ, সার ও উন্নতকৃষি প্রযুক্তিসহ মরিচ চাষে সহায়তা করা হয়েছে।

[৫] ইসলামপুর উপজেলার গোয়ালরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, অন্য বছর ৭৫ থেকে ৯০ হাজার টাকায় প্রতিবিঘা জমির মরিচ খেত কিনে নিতেন ব্যবসায়ীরা। এবছর কোনো ব্যবসায়ী নেই।

[৬] জামালপুরের কেন্দুয়া কালিবাড়ী, ইসলামপুরের গুঠাল হাট ও ঝগড়ার চর বাজার কাঁচা মরিচের জন্য বিখ্যাত হাট। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারী মরিচ কেনার জন্য হাট গুলো তে আসেন। এবার কোনো পাইকার নেই।

[৭] কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নিতাই চন্দ্র বণিক জানান, এ বছর জেলায় ৮ হাজার ২০০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। আবহাওয়া ও রোগ বালাইয়ের বিষয়ে পরামর্শ পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। তবে দাম না থাকায় বিপাকে কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়