শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২২, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, রাজধানীতে নতুন ভর্তি রোগী ১জন। শুক্রবা স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশ সেন্টার ও কন্ট্রোল রোম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

[৩] বিবৃতিতে আরো বলা হয়েছে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সরকারী-বেসরকারি হাসপাতালে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এতে আরও বলা হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারী হাসপাতালে ৩১ জন এবং অন্যান্য বিভাগে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।

[৪] চলতি বছর পহেলা জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ জনের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন। চলতি বছর এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যান নেই।

[৫] এদিকে গত বছর জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রন্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়