শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২২, ১২:২৬ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২২, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের বাণিজ্যিক ছবি চান প্রদর্শকরাও

ইমরুল শাহেদ: সিয়াম-পূজা চেরি অভিনীত ব্যয়বহুল ‘শান’ ছবির মুক্তি মহামারির কথা বলে পিছিয়ে দেওয়ায় অনেকগুলো প্রশ্নকে সামনে টেনে এনেছে। এ প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে দেওয়ালে পোস্টার সেঁটে সমালোচনার মুখে পড়েছে এই জুটি। কিন্তু সমালোচনাকে তারা গায়ে না মেখে তাদের কাজ তারা করে যাচ্ছিলেন। এখন সিয়ামকে নিয়ে যে প্রশ্নটি সামনে এসেছে, সেটা হলো ‘শান’ ছবির আগে তার মুক্তি পেয়েছে ‘মৃধা বনাম মৃধা’। সুনির্মিত এই ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এই নিয়ে ছবিটির পরিবেশক অনন্য মামুন লোকান্তরে ক্ষোভও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এতো সুন্দর একটি ছবি যদি দর্শক না দেখে তাহলে নির্মাতাদের আর কি করণীয় আছে।’ অনন্য মামুন যেভাবেই ক্ষোভ প্রকাশ করেন না কেন, প্রদর্শকদের কথা ভিন্ন। তারা চান শাকিব খানের বাণিজ্যিক ছবি।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার নওশাদ বলেছেন, শাকিব খানের ছবি হলে সিনেমা হলে কিছু দর্শক আসে। আর কাউকে দর্শক সে অর্থে চেনেন না। বর্ষা সিনেমা হলের মালিকও একই ধরনের কথা বলেছেন। প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, শাকিব খান ছাড়া আপাতত আর কারো ছবি সে অর্থে চলবে না। প্রশ্ন হচ্ছে, এক শাকিব খান কতদিন পর্যন্ত নির্ভরশীল থাকবেন? তিনি বলেন, ‘যতদিন আছে ততদিন চলুক না’। তার সঙ্গে আলোচনা করে বুঝা গেল, দর্শক চায় বিনোদনমূলক বাণিজ্যিক ছবি। আর এই ঘরানার অভিনেতাই শাকিব খান। সিনেমা হলের যারা সাধারণ দর্শক তারা সারাদিন কাটায় নানা টানাপড়েনের মধ্যে। দিন শেষে তারা চায় একটু আনন্দ। অন্তরে সুপ্ত থাকা নানা জটিলতা থেকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও মুক্ত থাকতে চান। এজন্য প্রয়োজন বিনোদন। নানা বাণিজ্যিক উপাদান দিয়েই ছবির গল্প সাজাতে হবে। তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন ‘স্পাইডারম্যান’ ছবিটির নাম। এদেশের দর্শকরাই হুমড়ি খেয়ে পড়ে ছবিটি দেখছে। বিনোদনে ভরপুর ছবিটি। এই ছবির আলোকে বলা যায়, সারাবিশ্বের মানুষই এখন নিরেট বিনোদন পছন্দ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়