শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২২, ০১:৪১ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২২, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ তিন যুবককে ছেড়ে দেওয়া ওসি প্রত্যাহার

ফরহাদ হোসেন: [২] নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম ‘অস্ত্রসহ’ তিন যুবককে আটকের পর ছেড়ে দিয়ে আলোচনায় আসায় প্রত্যাহার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ পেয়ে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনকালীন প্রশাসনিক কারণে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে তহিদুল ইসলামকে প্রত্যাহার করে তার স্থলে নোয়াখালী পুলিশ অফিসের পরিদর্শক (ক্রাইম) হারুন-অর-রশিদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়ন করা হয়েছে।

[৪] ওসি তহিদুল ইসলামের বিরুদ্ধে ‘অস্ত্রসহ’ আটক তিন যুবককে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার (৩ ডিসেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

[৫] তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) সাইফুল আলম খান ও সদর সার্কেলের পরিদর্শক এনামুল হক।

[৬] তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগেই প্রত্যাহার করা হলো ওসি তহিদুল ইসলামকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়ন থেকে ‘অস্ত্রসহ’ ওই তিন যুবককে আটক করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা। পরে ওই রাতেই অস্ত্রটি ‘খেলনা’ উল্লেখ করে তাদের ছেড়ে দেন ওসি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়