শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২২, ০১:৩৪ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২২, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আবারও আগুনের শিখা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা আগুন আবারও জ্বলতে শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কেপটাউনে পার্লামেন্ট ভবনের ছাদ থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে বলে বিবিসি জানায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রথম আলো

এই পার্লামেন্ট ভবনে প্রথম আগুন লাগে স্থানীয় সময় গত রোববার। এতে পার্লামেন্টের নিম্নকক্ষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

রোববার পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। তাঁকে কাল মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে বিবিসি বলছে, পার্লামেন্ট ভবনের মেঝেতে থাকা কার্পেট ও কাঠের কারণে আবারও আগুন জ্বলে ওঠে। অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে একটি ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক ঘটনা’ বলে অভিহিত করেছেন। এ সময় তিনি পার্লামেন্টের কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেপটাউনের ওই পার্লামেন্টে মূলত তিনটি ভাগে একাধিক ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম ও সবচেয়ে পুরোনো একটি ভবন। ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনের বাকি দুটি অংশের মধ্যে একাংশ গত শতকের ২০ দশকে এবং অপর অংশটি ৮০ দশকে নির্মাণ করা হয়েছিল।

গত বছরের এপ্রিলে ইউনিভার্সিটি অব কেপটাউনের পাঠাগারের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে সংরক্ষিত ছিল আফ্রিকার স্বতন্ত্র অনেক প্রকাশনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়