শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২২, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২২, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবি’র অভিযানে ডিসেম্বরে প্রায় ১২১ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী: [২] দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত বছরের ডিসেম্বর মাসে সর্বমোট ১২০ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] সোমবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে- ১৬ লাখ ১ হাজার ৬৭৩পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৫৬২ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ৮৬১বোতল বিদেশি মদ, ১ হাজার ৭০৪ক্যান বিয়ার, ১ হাজার ৬৯৩কেজি গাঁজা, ৯ কেজি ২৯৮ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৫৬টি ইঞ্জেকশন, ৪ হাজার ৭৬৫টি ইস্কাফ সিরাপ, ৩ হাজার ১১১ বোতল এমকেডিল ও কফিডিল, ৮ হাজার ৩৯৮টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৯৫ হাজার ১৫২টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ৬২ কেজি ৬৮০ গ্রাম রূপা, ১ লাখ ৫৬ হাজার ৩২১টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৫৫টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৪৩৮টি শাড়ী, ৫ হাজার ৩৮টি থ্রিপিস ও শার্টপিস, চাদর ও কম্বল, ১ হাজার ৫১মিটার থান কাপড়, ১ হাজার ৯৫০ঘনফুট কাঠ, ১০ হাজার ৯৪৯কেজি চা পাতা, ১৩০কেজি গ্যামাক্সিন পাউডার, ১৪ হাজার ৯০০কেজি কয়লা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ১৩টি পিকআপ, ৪৪টি সিএনজি ও ইজিবাইক এবং ৬৬টি মোটর সাইকেল।

[৫] অভিযানকালে ৫টি পিস্তল, ১টি এসএমজি, ৫টি বিভিন্ন প্রকার গান, ৮টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি এবং ৩৫টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২০ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়