শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২২, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৭০, হার ২.৪৩

শাহীন খন্দকার, সাজিয়া আক্তার: [২] দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন ৪ জনসহ এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া একদিনে দেশের ৮৫২টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ১৫ হাজার ২১৪ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২ জনের। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনে দাঁড়াল।

[৩] এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতের তালিকায় যুক্ত হওয়া ৪ জনই ঢাকা বিভাগের। ঢাকা বিভাগ ছাড়া দেশের অন্যবিভাগগুলোতে করোনায় কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী,

[৪] এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫৭২ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৫৫ হাজার ২৬৬ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৭১০ জনে।

[৫] উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়