শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ১০ শীর্ষ ধনী এবছর সম্পদ গড়েছেন ৪শ বিলিয়ন ডলারের বেশি

রাশিদ রিয়াজ : বিশ্বের  শীর্ষ ধনীদের অনেকেই প্রথমবারের মত ‘টুয়েল্ভ ডিজিট’ ক্লাবে যোগ দিয়েছেন। ১৯৯৯ সালে বিল গেটস প্রথম ১শ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছিলেন। জেফ বেজোস একই অঙ্কের সম্পদ গড়তে সমর্থ হন ২০১৭ সালে। ব্লুমবার্গ বিলিওনারি ইনডেক্সে দেখা যাচ্ছে বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর প্রত্যেকেরই সম্পদের পরিমান এ বছর শেষে ১শ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এরা এবছর কামিয়েছেন ৪০২.১৭ বিলিয়ন ডলার। এদের শীর্ষে আছেন বৈদ্যুতিক গাড়ি তৈরি কোম্পানি টেসলার সিইও এলন মাস্ক। এবছরে তিনিই থাকছেন শীর্ষ ধনী। তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী অ্যামাজন মালিক জেফ বেজোসকে তিনি এবছর দু’বার সম্পদ গড়ার দৌড়ে পিছনে ফেলেছেন। এবং এলন মাস্ক তার সম্পদের পরিমান অস্থায়ীভাবে হলেও ৩শ বিলিয়ন ডলার বৃদ্ধি করতে সমর্থ হন। অবশ্য তার এ সম্পদ এবছর ২৭৭ বিলিয়ন ডলারে এসে স্থির রয়েছে। এবছর এলন আয় করেছেন ১২১ বিলিয়ন ডলার। গত বছর তার আয় ছিল ১৪০ বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপক হয়ে ওঠায় এলন তার এ সম্পদ এত দ্রুত বৃদ্ধি করতে সমর্থ হন। টেসলা’র শেয়ারমূল্য এবছর বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ। কোম্পানিটির বাজার মূলধন এবছরেই প্রথমবারের মত গত অক্টোবর ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। করের টাকা পরিশোধ করতে এলন এবছর তার শেয়ারের ১০ শতাংশ বিক্রিও করেন। তাকে কর দিতে হয়েছে ১২ বিলিয়ন ডলার।

দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের মালিক জেফ বেজোসের সম্পদের পরিমান এবছর দাঁড়িয়েছে ১৯৫ বিলিয়ন ডলার। এবছরের শুরুতে বেজোসের সম্পদ এলন মাস্কের চেয়ে ৫ বিলিয়ন ডলার বেশি ছিল। গত জুলাইতে ৫৭ বছরের এ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান। বেজোস আর্থ ফান্ড, বেজোস ডে ওয়ান ফান্ড ও ব্লু অরিজিন স্পেসশিপ কোম্পানিতে মনোযোগ বেশি দিতে তিনি এ সিদ্ধান্ত নেন।

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী মার্কিন নাগরিক নন। তিনি হচ্ছেন ফ্রান্সের নাগরিক বার্নার্ড আরনল্ট। বিলাস দ্রব্য প্রস্তুতকারক কোম্পানি কঙ্গলোমেরাটের সিইও তিনি। লুইস ভুট্টন, ক্রিস্টিমার ডায়র, গিভেন্সির মত নামকরা কোম্পানির মালিকানা তার। এবছর তার সম্পদের পরিমান ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ১৭৬ বিলিয়ন ডলার। ৭২ বছরের আরনল্ট ইউরোপের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। বিশে^র চতুর্থ ধনী হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠা বিল গেটস। তার সম্পদের পরিমান ১৩৯ বিলিয়ন ডলার। গত কয়েক বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার তিনি বিভিন্ন রকম দাতব্যকাজে অকাতরে ব্যয় করছেন।

মাইক্রোসফটের ১ শতাংশ মালিকানা রয়েছে তার। পঞ্চম শীর্ষ ধনী হচ্ছে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার সম্পদের পরিমান ১৩০ বিলিয়ন ডলার। এবছর তার কোম্পানি অ্যালফ্যাবেট গত নভেম্বরে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনে অধিকারী হয়। এবং এ কোম্পানি তাকে এবছর ৪৭ বিলিয়ন ডলারের আয় এনে দিয়েছে। এদের মধ্যে সবচেয়ে তরুণ মেটা’র অর্থাৎ সাবেক ফেসবুকের সিইও মার্ক জাকার বার্গ অবস্থান করছেন শীর্ষ ষষ্ঠ স্থানে। তার সম্পদ এ বছর বেড়েছে ২৪ বিলিয়ন আর মোট সম্পদ হচ্ছে ১২৮ বিলিয়ন ডলার। মেটার ১৩ শতাংশ মালিকানা জাকারবার্গের। এবছর তার কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা রাশিয়ায় জন্ম নেওয়া সের্গেই ব্রিনের সম্পদ এবছর বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার এবং প্রথমবার তার সম্পদ শত বিলিয়ন ছাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সপ্তম স্থানে থাকা ৪৮ বছরের এই বিলিয়নার অ্যালফেবেটের বোর্ড মেম্বার হিসেবে কোম্পানির ৩৮ মিলিয়ন শেয়ারের মালিক। এ বছরের শেষে মাইক্রোসফটের সাবেক সিইও এবং এনবিএ’র মালিক স্টিভ বালমারের ৪১ বিলিয়ন ডলার আয় ছাড়িয়ে যাবে। তার মোট সম্পদ দাঁড়াবে ১২২ বিলিয়নে। তার কোম্পানির শেয়ার মূল্য এ বছর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। তালিকার নবম স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমান ১০৯ বিলিয়ন ডলার। এবছর তিনি তার সম্পদ ২১ বিলিয়ন ডলার বৃদ্ধি করতে সমর্থ হয়েছেন। এবং দশম ব্যক্তি হচ্ছে ল্যারি এলিসন যিনি সদ্যই ১ বিলিয়ন ডলার ক্লাবে নাম লিখিয়েছেন। তার কোম্পানি ওরাকল এবছর ২৯ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়