শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা: জেএমবির সদস্য সেলিম গ্রেপ্তার

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পোর্ট লিংক রোড থেকে জেএমবির সদস্য ও পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মো. সেলিমকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) ফারুক উল হক।

[৪] তিনি বলেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিসি আরো বলেন, জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিমকে বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিল সেলিম। পাঁচদিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. সেলিম লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

[৬] কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৯ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। ৮ জন আসামি সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার বিষয়ে জবানবন্দিতে বলেছেন। তাই ধারণা করা হচ্ছে, পুলিশ বক্সে হামলার মাস্টারমাইন্ড ছিলেন মো. সেলিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়