শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানুয়ারিতে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আখিরুজ্জামান সোহান : [২] যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানুয়ারিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনা বিষয়ে আলোচনায় মিলিত হবে। এএফপি, রয়টার্স

[৩] হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান দুটি পক্ষ ১০ই জানুয়ারী মিলিত হবে, এরপর ১২ই জানুয়ারী অনুষ্ঠিত হবে রুশ-নেটো বৈঠক এবং ১৩ই জানুয়ারী রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার অন্যান্য সদস্যরা বৈঠকে মিলিত হবেন।

[৪] মুখপাত্র জানান, "আমরা যখন আলোচনায় বসবো, রাশিয়া আলোচনার টেবিলে তাদের উদ্বেগ ব্যক্ত করতে পারে এবং আমরাও রাশিয়ার তৎপরতা সম্পর্কে আমাদের উদ্বেগের কথা জানাবো।কোনো কোনো ক্ষেত্রে আমরা আলোচনায় অগ্রগতি ঘটাতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে মতানৈক্য থাকবে , কূটনীতিতে যেমনটি হয়ে থাকে"।

[৫] পশ্চিমা দেশগুলি ইউক্রেন সীমান্ত বরাবর রুশ সেনা বৃদ্ধির ব্যাপারে শংকিত, যারা রাশিয়ার সম্ভাব্য দখল পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এ ধরণের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন এবং রাশিয়ার সীমান্তের কাছে নেটোর সম্প্রসারণের বিরুদ্ধে নিশ্চয়তা দাবি করেছেন।

[৬] জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ইউক্রেনের নিজস্ব স্বার্থ বিষয়ে কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই আলোচনায় নেয়া হবে না।

[৭] মুখপাত্র বলেন, "ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট ও সঙ্গতিপূর্ণ, যা হলো প্রতিরোধ এবং কূটনীতি, এই দুইভাবে জোটকে একত্রিত করা। রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায়, যে পরিণাম রাশিয়া ভোগ করবে, সে ব্যাপারে আমাদের জোট একতাবদ্ধ"।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়