শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে পুলিশের আলাদা অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

জাহিদুল কবীর: [২] ডিবি ও কোতয়ালী থানা ও তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪ কেজি ৬শ’ গ্রাম গাঁজা ও মাদক সেবন করে এলাকায় অশান্তি করার অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার কিসমত চাকলা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি জামরুল তলা তারা মসজিদের পাশে সিরাজের বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলাম ও মৃত সেলিনা বেগমের ছেলে মেহেদী হাসান বাবু, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সিংড়ারকুল বর্তমানে টিবি ক্লিনিকের মোড় জনৈক বাবুলের বাড়ির ভাড়াটিয়া শওকত আলীর ছেলে শাহিন ও যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের ইসহাক মোড়ল ও মোছা. শাকিলা বেগমের ছেলে রনি। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।

[৪] জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই এস,এম ফুরকান হোসেন একদল পুলিশ মঙ্গলবার ২৮ডিসেম্ব দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের চাঁচড়া রাজা বরদাকান্ত রোডস্থ এরিনা সীড কোম্পানীর প্রধান গেইটের সামনে থেকে রনিকে ৪ কেজি ৫শ’ গ্রাম ওজনের গাঁজাসহ গ্রেপ্তার করে।

[৫] কোতয়ালি থানা পুলিশ জানান, সোমবার ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার পর শাহিন নামে এক যুবক শহরের আশ্রম রোডস্থ বনফুল বেকারীর সামনে মাদকদ্রব্য সেবন করে অসংলগ্ন কথাবার্তা বলে জনসাধারনের বিরক্তিকর কার্যক্রম করছে। খবরের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে শাহিনকে বেসামাল অবস্থায় পেয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গভীর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এ্যালকোহল সেবন করার সত্যতা পান।

[৬] তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ২৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের জনৈক মফিজ উদ্দিন মোল্যার বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে মেহেদী হাসান বাবুকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়