শিরোনাম

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় বিএনপি-যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

আশরাফুল নয়ন: [২] নওগাঁয় জেলা বিএনপি ও জেলা যুবলীগের সমাবেশ ঘিরে একই দিনে একই সময় পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করায় সংঘাত এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেছে জেলা প্রশাসন। উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক হারুন অর রশীদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় এ ধারা জারী করা হয়েছে।

[৩] সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ৩টা থেকে আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩ টা পর্যন্ত এ আইন কার্যকর থাকবে। এ সময় পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যে কোন কর্মসূচী নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোন জনসমাবেশ করা যাবে না।

[৪] জানা গেছে, সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টা থেকে শহরের নওযোয়ান মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

[৫] এদিকে একইস্থানে একই সময়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের কর্মসূচী নেয় জেলা যুবলীগ। একই স্থানে দুইপক্ষ কর্মসূচীর আয়োজন করায় বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোন জনসমাবেশ করা যাবে না।

[৬] নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, নওযোয়ান মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি উৎসব আয়োজন হওয়া কথা ছিল। এবিষয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়। যদি ১৪৪ ধারা অব্যাহত থাকে তবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

[৭] এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্ব নির্ধারিত কর্মসূচী অন্যত্র করবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা ১২টার দিকে জরুরী এক সংবাদ সম্মেলন করা হয়।

[৮] নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আগামীকাল ২৮ ডিসেম্বর নওযোয়ান মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচী হওয়ার কথা ছিল। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচী ঘোষনা করে। বিএনপি’র কর্মসূচীকে বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসা চরিতার্থ করতে নির্লজ্জ ফ্যাসিবাদী আচরণের পরিচয় দিয়েছে আওয়ামীলীগ। এটি সরকারের অগনতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

[৯] এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরমেয়র নজমুল হক সনি এবং সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়