শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাপের কামড় খেয়ে হাসিমুখে দাঁড়ানো কঠিন, জন্মদিনে ‘উপলব্ধি’ সালমান খানের

ডেস্ক রিপোর্ট: [২] পানভেলের খামারবাড়িতে শনিবার মধ্যরাতে তিন বার হাতে সাপের কামড়। রোববার মধ্যরাতে সেই খামারবাড়ির বাইরে এসেই চেনা কায়দায় হাসিমুখে ছবি তুললেন সালমান খান। পাপারাৎজিদের ইনস্টাগ্রামে সেই ছবি এবং ভিডিওর ছড়াছড়ি।  আনন্দবাজার 

[৩] পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পানভেলের খামারবাড়িতে নিজের ৫৬তম জন্মদিন পালন করবেন বলে স্থির করেছিলেন সালমান। কিন্তু তারই মাঝে অঘটন। শনিবার মধ্য রাতে ‘ভাইজান’-এর হাতে কামড় বসাল সাপ। ছ’সাত ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলার পরে এখন সুস্থ আছেন অভিনেতা। কিন্তু ‘ভাই’-এর জন্মদিনে মুম্বইয়ের পাপারাৎজিরা ভিড় করবেন না, তা-ও কি হয়! একাধিক পাপারাৎজি পৌঁছে গেলেন পানভেলের খামারবাড়িতে। তাঁদের হতাশ করেননি সলমনও। দুর্বল শরীরেই এসে দাঁড়িয়েছেন বাড়ির বাইরে।

[৪] মহম্মদ রফির ‘বার বার ইয়ে দিন আয়ে’ গাইলেন পাপারাৎজিরা। সালমানকে জন্মদিনের শুভেচ্ছা। এক গাল হাসি নিয়ে ক্যামেরাবন্দি ‘ভাইজান’। এক পাপারাৎজি বললেন, ভাইয়ের হাসি তো খুব সুন্দর। পাল্টা মশকরায় সালমানের জবাব সাপে কামড়ানোর পরে এ রকম হাসিমুখে দাঁড়ানো খুবই কঠিন।

[৫] সোমবার সকালে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সালমান বলেন, আমাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটাকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু সাপটা আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে ওকে ধরতে গেলে তিন বার আমার হাতে কামড় বসায় সাপটা। হাসপাতালে চিকিৎসার পরে আমি এখন সুস্থ।

[৬] সালমানের বক্তব্য, সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছিল তাঁর। যদিও সালমানের বাবা এবং ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছিলেন, সেই সাপের বিষ নেই। কার দাবি সঠিক, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়