শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অশ্লীলতার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ, পায়নি শিল্পী সমিতি

ইমরুল শাহেদ ও মিনহাজুল আবেদীন: [২] সোমবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে বিএফডিসির ঠিকানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে পরীমণিকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, তারা এ ধরনের কোনো নোটিশ পায়নি।

[৩] নোটিশে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে কিছু ছবি ও ভিডিও অপসারণের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। নোটিশে সেগুলোকে অশ্লীল বলা হয়েছে। একইসঙ্গে নোটিশে ভবিষ্যতে সব ধরনের শৈল্পিক মূল্যহীন কার্যকলাপ থেকে বিরত থাকতে তাকে বলা হয়েছে।

[৪] নোটিশে বলা হয়, পরীমণি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় তার হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর পরীমণি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও হাতের তালুতে যা লেখা ছিল তা ছিল অশ্লীল।

[৫] ২৪ অক্টোবর ঢাকার হোটেল রেডিসন বলতে ৩০তম বার্থডে পার্টির আয়োজনেও তার পোশাক ও প্রদর্শিত অঙ্গভঙ্গি অশ্লীল ছিলো বলে নোটিশে উল্লেখ করা হয়।

[৬] লিগ্যাল নোটিশে আরও বলা হয়, পরীমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তাকে অনুসরণ করে। শিশু-কিশোর, তরুণ-তরুণীরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। তাই পরীমণিকে এসব বিষয়গুলো বিবেচনা করতে হবে। সম্পাদনা: খালিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়