শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির বর্ষপূর্তি অনুষ্ঠান

মোবারক হোসেন: [২] খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদি পরিচালনা কমিটির আয়োজনে ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৩] ২৪ডিসেম্বর সন্ধ্যায় জেলা সদরের সাতভাইয়া পাড়ায় বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। শান্তির পায়ড়া, ফানুস ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীরা দেশ জাতির মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের নিকট বিশেষ প্রার্থনা করেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে মানব জীবনের যাবতীয় সমস্যাসহ অন্য ব্যক্তির সাথে পরস্পর বিপরীতমুখী চিন্তা-ভাবনাকে চিহ্নিত ও পরিচিতি ঘটানোর সুযোগ তৈরী করা হয়।

[৫] তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভগবানের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করাকেই শান্তি হিসেবে সঙ্গায়িত করা হয়। ধর্মমতে, কোন ব্যক্তির নিজস্ব কোন নম্র আচরণ সহিংসতা বর্জন ও শান্তির উদ্দেশ্যে তা অভিমুখীকরণ ব্যতীত পরিপূর্ণরূপে সম্পন্ন হবে না।

[৬] খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী ও শতরুপা চাকমা, সাতভাইয়া পাড়া বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি প্রতিষ্ঠাতা কেটু মারমা আফুশি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়াসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

[৭] দিবসটি উপলক্ষে শনিবার (২৫ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ব মানবতার কল্যাণে বুদ্ধ মুর্তি দান, অষ্ট পরিষ্কার সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করা হয়। বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদি ২০১৫ সালের ২৫ ডিসেম্বর মাসে স্থাপিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়