শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামান্য একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে: গয়েশ্বর চন্দ্র রায়

জিএম মিজান: [২] বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। এজন্য আমরা বার বার তার মুক্তির কথা বলছি। খালেদা জিয়া জেল খাটার জন্য এমন কোনো অপরাধ করে নাই। অর্থাৎ শেখ হাসিনার কথায় আদালত একটি নাটকীয় রায় দিয়ে খালেদা জিয়াকে কারাদন্ড দিয়েছে। এ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, তাই এ অবৈধ সরকারকে ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। খালেদা জিয়ার কিছু হলে এই সরকার কে দায়িত্ব নিতে হবে।

[৩] তিনি আরও বলেন গত ১২ বছরে অনেক করেছেন, এখন জাতির কাছে ক্ষমা চান, বিএনপির সঙ্গে ভালো ব্যবহার করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের সময় শেষ। সামান্য একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। আমাদের কোন অস্ত্রের প্রয়েজন নেই, জনগণই আমাদের অস্ত্র। বুধবার বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক জেলা বিএনপির আহ্বায়ক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন আজ যাদেরকে উপজেলা বিএনপির দায়িত্ব দেওয়া হবে এরা হবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সৈনিক। দেশ নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনমতি দেওয়া হচ্ছে। তিনি এখন মৃত্যুর সন্ধিক্ষনে। বিশ্বের কোথাও চিকিৎসার জন্য আন্দোলন করতে হয় এমন নজির দেখা যায়নি। একজন মৃত্যু পথযাত্রীর চিকিৎসা করার নাগরিক অধিকার রয়েছে। তাই বলছি খালেদা জিয়ার কিছু হলে এই সরকারে ছাড় দেওয়া হবে না।

[৫] শিবগঞ্জ বিএনপির আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।

[৬] সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি’র সাবেক সভাপতি মীর শাহে আলমের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন এমপি, সাবেক এমপি এ্যাড, হাফিজুর রহমান, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন।

[৭] সম্মেলনের দ্বিতীয় পর্বে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা সর্ব সম্মতিক্রমে প্রধান অতিথির উপস্থিতিতে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মীর শাহে আলম কে সভাপতি ,এসএম তাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শাহীন কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করেন। একই সময়ে পৌর বিএনপির বুলবুল ইসলাম কে সভাপতি, আব্দুল করিম কে সাধারণ সম্পাদক ও আবু তাহেরকে সাংগঠনিক সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়