শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে গত এক সপ্তাহে কমেছে শনাক্ত ও মৃত্যু

শাহীন খন্দকার ও সাজিয়া আক্তার: [২] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,সোমবার সারা দেশে ২৬০ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ জনের। এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৭৫৮ জন করোনারোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৮২ জন।এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। গত সাত দিনে মারা গেছেন আরও ২০ জন, এর আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছিল ২৭ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ২৫ দশমিক ৯ শতাংশ কমেছে।

[৩] এই ২০ জনের মধ্যে ১০ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৮০ শতাংশ উচ্চ রক্তচাপে, ৫০ শতাংশ ডায়াবেটিসে এবং ৩০ শতাংশ কিডনি জটিলতায় ভুগছিলেন।

[৪] রোববার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২১১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ১ জনের। সোমবার শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে।

[৫] এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৩৬ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়