শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝামেলা থেকে বাঁচতে ফুটবলার ছাঁটাইয়ে নামছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে প্যারিস সেন্ট জার্মেইতে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বর্তমানে দলের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় মেসি। একই মৌসুমে নতুন ছয় তারকাকে দলে ভেড়ায় পিএসজি। তারা যোগ দেয়ায় ক্লাবটির বার্ষিক বেতনবাবদ খরচা আকাশছোঁয়া। এবার সেই খরচা কমাতে ছাঁটাইয়ের দিকে যাচ্ছে ফরাসি ক্লাবটি।

ছাঁটাইয়ের পথে যাওয়ায় কারণ কোন ক্লাব এক মৌসুমে কত টাকা খরচ করে সেই হিসাব দিতে হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার কাছে। আয়-ব্যায়ের হিসেবে কোনও গড়মিল পরিলক্ষিত হলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে ফিফা। তাই কোনও ঝামেলায় পড়তে চাইছে না পিএসজি।

মেসির সঙ্গে সার্জিও রামোস, জর্জিনিয়ো ওয়াইনালডম, জিয়ানলুইজি দোনারুমাও এ বছরেই ফ্রি ট্রান্সফার হিসেবে পিএসজিতে যোগ দিয়েছেন। এমনিতেই ট্রান্সফার ছাড়া কোনও খেলোয়াড় দলে নিলে তার বেতন একটু বেশিই হয়। তার ওপর যখন ক্লাবে এতজন বিশ্বমানের ফুটবলার তখন স্বাভাবিকভাবেই তার পরিমাণটা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক।

সম্প্রতি দ্য মিরর জানিয়েছে পিএসজির বর্তমান বেতন বাবদ মোট খরচ ৩০০ মিলিয়ন ইউরো। মেসি একাই ক্লাব রেকর্ড বার্ষিক ৪১ মিলিয়ন ইউরো বেতন পান। এমন বিশাল স্কোয়াডের বেতন খরচ কমাতে এবার বিক্রির পথে নামছে পিএসজি। তাইতো সামনের জানুয়ারি মৌসুমে সাতজন ফুটবলারকে বিক্রি করতে চলেছে ক্লাবটি। যেখানে সবচেয়ে বড় নাম হিসেবে রয়েছেন মাউরো ইকার্দি। মেসি, নেইমার, এমবাপের উপস্থিতিতে চলতি মৌসুমের লিগে মাত্র ছয় ম্যাচে শুরু থেকে ছিলেন তিনি। তাই তার দলছাড়া একপ্রকার নিশ্চিত।

অনেকটা একই অবস্থা গোলরক্ষক সার্জিও রিকো ও রাফিনহারও। দোনারুমার পাশপাশি কেইলর নাভাস থাকায় রিকোরা দলে সুযোগ পাননা। অন্যদিকে নিয়েমিত ফুটবল খেলতে দল ছাড়তে আগ্রহী রাফিনহা। এছাড়া লেইভন কুর্জায়া, কলিন ডাগবা, আব্দুও ডিয়ালো, এরিক জুনিয়ার ও দিনা এডিম্বেও জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতেই দল ছাড়তে পারেন বলে খবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়