শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল‌কি‌নি‌তে সংঘর্ষ-বোমা বিস্ফোরণ মামলায় আসামি অর্ধশতাধিক

নিউজ ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ও অর্ধশত হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আর এতে আসামি করা হয়েছে অর্ধশতাধিক। চ্যানেল২৪

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটা মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা গত মঙ্গলবার দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এর জের ধরে পুনরায় শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্থানীয় মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী, জাহাঙ্গীর বেপারি, সুমন তালুকদার ও সারমিনসহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী ও জাহাঙ্গীর বেপারির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রোববার সকাল ১১টায় আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেন। এ মামলার পর ওই এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, পূর্ব এনায়েতনগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়