শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১, ০৩:২৯ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২১, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্যাতন থেকে বাঁচতে ঘর ছাড়ার চেষ্টাও করেন এলমা

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী এলমা চৌধুরী মেঘলার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন থাকলেও তার স্বামী ইফতেখার আবেদীন শাওন অনেক কিছু এড়িয়ে বক্তব্য দিচ্ছেন। পুলিশের রিমান্ডে শাওন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করছেন না। ঘুরেফিরে তার ভাষ্য, এলমা আত্মহত্যা করেছেন। তবে আলামত বলছে ভিন্ন কথা। সমকাল

স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শাওনকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাওন স্বীকার করেছেন, সন্দেহের কারণে ঘটনার আগের রাতেও স্ত্রীকে মারধর করেন তিনি। এক পর্যায়ে নির্যাতন থেকে বাঁচতে ওই রাতেই ঘর ছাড়ারও চেষ্টা করেছিলেন এলমা। তখন তাকে আরেক দফা মারধর করা হয়।

পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান বলেন, শাওনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্ত্রীকে হত্যার কথা এখনও স্বীকার করেননি তিনি। পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণ ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়টি স্পষ্ট হবে। তবে শাওন আচার-আচরণে অনেক উগ্র।

এলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছিলেন বনানীর বাসিন্দা কানাডাপ্রবাসী শাওনকে। গত মঙ্গলবার বিকেলে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে অচেতন অবস্থায় এলমাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, আগেই মৃত্যু হয়েছে তার।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, স্ত্রীকে শুরু থেকে সন্দেহ করে আসছিলেন শাওন। স্বামী-স্ত্রীর মধ্যে অবিশ্বাস ছিল। ১২ ডিসেম্বর কানাডা থেকে শাওন ফেরার পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। কয়েকবার স্ত্রীর ফোনও দেখতে চান। ঘটনার আগের রাতে এসব নিয়ে ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ওই রাতে স্ত্রীকে বেদম প্রহার করেন তিনি।

জানা গেছে, স্বামীর কারণে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এলমা। এমনকি ক্লাস-পরীক্ষায়ও অনিয়মিত হয়ে পড়েন। চলতি বছর তার স্নাতকের ফল বের হওয়ার পর সহপাঠীদের কারও কারও কাছে এলমা জানান, তিনি আর মাস্টার্স করবেন না। পড়াশোনা এখানেই থামিয়ে দেবেন। এটা শুনে অনেকে বিস্ময় প্রকাশ করেন। সহপাঠীরা অনেক বোঝানোর পর মাস্টার্সে ভর্তি হতে রাজি হন তিনি। যে দিন মাস্টার্সে ভর্তি হতে আসেন সেদিন পুরো সময় তার স্বামী ভিডিওকলে তার সঙ্গে ছিল। ক্যাম্পাসে প্রবেশ, ফরম পূরণ করতে ব্যাংকে যাওয়া সব কিছু লাইভ দেখেছেন শাওন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়