শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

লালমনিরহাট প্রতিনিধি: [২] সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করায় সন্তান রবি চৌধূরী (২১) কে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

[৩] ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের সদর উপজেলার শহরের রেলওয়ে নিউ কলোনী এলাকায়। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এ রায় প্রদান করেন।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত অবস্থায় বাড়িতে এসে ঘরের জিনিসপত্রসহ অনেক কিছু ভাংচুর করতেন রবি চৌধূরী। পরে পুলিশকে খবর দিয়ে তাকে মাদক সেবনের সময় তাকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এক বছরের জেল দিয়ে কারাগাড়ে পাঠান।

[৫] সাজাপ্রাপ্ত রবি চৌধূরী জেলা শহরের রেলওয়ে নিউকলোনীর বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে।

[৬] সাজাপ্রাপ্ত রবির বাবা বাবলু মিয়া জানায়, প্রতিটা দিন নেশার টাকার জন্য বাড়িতে হাড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে আসছিল তাদের ছেলে রবি। তার অত্যাচারে বাসার সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে আমরা আটক করে পুলিশের কাছে জমা দেই।

[৭] সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রুবেল রানা জানান, বাবা ও মায়ের অভিযোগ থাকায় এবং গাঁজার তৈরী সিগারেট ও তিন পুড়িয়া গাঁজা পাওয়ায় ধৃত আসামীকে সর্বোচ্ছ এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়