শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিবাতে মুজিব শতবর্ষ ক্রিকেট কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মো. হাবিবুর রহমান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্তি উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা) এ মুজিব শতবর্ষ ক্রিকেট কাপের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই ডিসেম্বর) মুজিব শতবর্ষ ক্রিকেট কাপ-২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি বিকাল ৪ টায় রবিবা'র প্রস্তাবিত খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ক্রিকেট দল 'চতুরঙ্গ' ও ম্যানেজমেন্ট স্টাডিজ এবং সংগীত বিভাগের সমন্নিত ক্রিকেট দল 'গীতাঞ্জলি' অংশ গ্রহণ করে। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় চতুরঙ্গ। ব্যাটে নেমে নির্ধারিত ৬ ওভারে গীতাঞ্জলি ১৩১ রানের টার্গেট দেয় চতুরঙ্গকে। খেলার দ্বিতীয় ইনংসে ১৩১ রানের জবাবে ৬ ওভারে চতুরঙ্গ ৮৬ রান করে।

আজকের চুড়ান্ত পর্বের খেলায় চতুরঙ্গ দলকে গীতাঞ্জলি ৪৫ রানে পরাজিত করে চাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গীতাঞ্জলি দলের মো. কাশেম এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন একই দলের মেহেদী হাসান মৃদুল। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য ড. মো. শাহ আজম। আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর ট্রেজারার মোঃ আব্দুল লতিফ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর রেজিস্টার সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

খেলা শেষে চাম্পিয়ন দল গীতাঞ্জলি এবং রানার্স আপ দল চতুরঙ্গকে পুরস্কার তুলে দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য ড. মো. শাহ আজম এবং সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়