নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে ফের মাদক বিক্রির সময় ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেপুলিশ।
[৩] শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় পৌরসভার ৮ নং ওয়ার্ড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তার কৃত মোহাম্মদ ইসমাইল (৪০) বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড নোয়াব আলী স্বর্ণকার বাড়ির মৃত আলী আজমেরপুত্র।
[৫] সুত্রে জানা যায়,মোহাম্মদ ইসমাইল (৪০) দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসায় করে যাচ্ছে।২ মাস জেল খেটে গত সপ্তাহে বের হয়ে ফেরমাদক ব্যবসায়ে লিপ্ত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ বিল্লালের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময়,তারকাছ থেকে ৪ শ গ্রাম গাঁজা ও নগদ ১২৫০ টাকাসহ তাকে আটক করে।
[৬] এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই মোহাম্মদ বিল্লাল জানান, গ্রেপ্তার কৃত আসামী ইসমাইলকে কারাগারে প্রেরণ করাহয়েছে। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।