শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শেখ হাসিনা’ চরিত্রে অবিস্মরণীয় যাত্রা শেষ করলেন নুসরাত ফারিয়া

মারুফ হাসান: [২] রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুসরাত ফারিয়া লেখেন, ‘‘কী অসাধারণ এক যাত্রা! আমি ধন্য, সম্মানিত এবং আনন্দিত। চলচ্চিত্রটির জন্য ‘শেখ হাসিনা’ যাত্রা শেষ হলো। এর প্রতিটি মুহূর্ত আমি বাকি জীবন লালন করবো।”

[৩] চলচ্চিত্রটিতে তার অংশের শুটিং শেষ করেছেন তিনি। ইতিহাসে নাম লেখানোর এ যাত্রার ইতি টেনে তাই আবেগে আপ্লুত অভিনেত্রী।

[৪] একই সঙ্গে বঙ্গবন্ধু বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতে তরুণ শেখ হাসিনার রূপেই দেখা যাচ্ছে তাকে।

[৫] বঙ্গবন্ধু চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ মাসে। করোনার কারণে শুটিং না করতে পারায় তা পিছিয়ে যায়। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং।

[৬] ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

[৭] সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে নুসরাত ফারিয়া, তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রিয়াজ আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তুষার খান (মানিক মিয়া), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরিসহ (এম মনসুর আলী) অনেকে আছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়