মামুন হোসেন: [২] পাঞ্জাবের কংগ্রেস সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] সানডে এক্সপ্রেস জানায়, পাঞ্জাব সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল ডিএস পাটওয়ালিয়া বলেছেন, মামলাটি সংবিধানের ১৩১ অনুচ্ছেদের অধীনে দায়ের করা হয়।
[৪] সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, বিএসএফ কর্মকর্তারা নিজেদের সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা পাবেন।
[৫] পাঞ্জাব সরকার দাবি করে, রাষ্ট্রের সঙ্গে কোন পরামর্শ না করে একতরফাভাবে বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব