শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি : [২] বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এক মানববন্ধনের আয়োজন করে।

[৩] বুধবার (৮ই ডিসেম্বর) বেলা ১১ঃ০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন আয়োজিত হয়।

[৪] মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আইন কোনো বাধা নয়,বাধা হচ্ছে সরকার। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি, বাসদ নেতা আসম আব্দুর রউফ ও বর্তমান সরকারের সাবেক মন্ত্রী নাসিম সাহেবকে জেলখানায় থাকা অবস্থায় বিদেশে পাঠানো হয়েছিল। খালেদা জিয়ার প্রতি জনগণের অনেক ভালোবাসা রয়েছে, তাই তিনি বিনা চিকিৎসায় মারা গেলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। তাই আমরা আশা করছি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবেন। মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যাবস্থা করবেন।’

[৫] এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন, তাহলে তার মতো আচরন করুন।
এছাড়াও তিনি আরো বলেন, সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার ব্যবস্থা করুন। তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। নচেৎ তার কিছু হলে দায়ভার আপনাকেই নিতে হবে।

[৬] দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর বলেন,‘আমাদের নেত্রী সংকটাপন্ন অবস্থায় আছেন। তার জন্যে সারা জাতি শোকের মধ্যে আছে। সরকারের প্রতি আমার দাবি আপনারা তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আমি অনুরোধ রাখবো বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবেন। ওনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে বিদেশ গমনের প্রক্রিয়া নিশ্চিত করবেন। অন্যথায় জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাগাতার কর্মসূচি দিয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়