মাকসুদ রহমান: [২] প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৮৭ রানে অল আউট হয়ে ফলোঅনে পরে বাংলাদেশ। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। দ্বিতীয় ইনিংসের ২৫ রান তুলতেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের পার্টনাশিপে ভর করে পঞ্চম দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
[৩] মুশফিকুর রহিম ১৬ এবং লিটন কুমার দাস ২৭ রানে অপরাজিত আছেন। ২টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের হাসান আলি ও শাহেন শাহ আফ্রিদি।
[৪] প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে ফলোঅনে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাজিদ খান।