শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ : একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে এ মামলার অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা পোস্ট

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ শাহাঙ্গীর আলম ও মৃত আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।

আদাল‌তের বেঞ্চ সহকারী শু‌ভেন্দু রায় চৌধুরী জানান, ২০১২ সা‌লের ১৩ মার্চ বি‌কেলে খুলনা থানা হেলাতলা মোড়ে চেক‌পোস্ট বসায়। এ সময় ম‌জিদ ঢালীর চা‌য়ের দোকা‌নের সাম‌নে দুইজনের গ‌তি‌বি‌ধি পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে তা‌দের দাঁড়া‌নোর জন্য বলা হয়।

কিন্তু তারা সে‌টি না ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। দেহ তল্লা‌শি ক‌রে শাহাঙ্গী‌রের নিকট থে‌কে ১০ গ্রাম ও শাহাব উ‌দ্দি‌নের কাছ থে‌কে ১০০ গ্রাম হে‌রোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন খুলনা থানার পিএসআই আমিরুল ইসলাম বাদী হ‌য়ে থানায় মাদক আই‌নে মামলা ক‌রেন।

পু‌লিশি জিজ্ঞাসাবা‌দে গ্রেফতার হওয়া দুইজন স্বীকার ক‌রেন, তারা জ‌নৈক শহীদ না‌মের এক ব‌্যক্তির নিকট এ হেরোইন পৌঁছে দি‌তে য‌শোর থে‌কে খুলনায় এ‌সে‌ছিল। প‌রে তা‌দের স্বীকা‌রোক্তি মোতা‌বেক শহীদ‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

একই বছ‌রের ১ ন‌ভেম্বর খুলনা থানার সহকারী ক‌মিশনার মোল্লা আজাদ হো‌সেন তা‌দের তিনজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। এ মামলার আসা‌মি শহী‌দের বিরু‌দ্ধে আদাল‌তে রাষ্ট্রপক্ষ অ‌ভি‌যোগ প্রমাণ কর‌তে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দি‌য়ে‌ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়