শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উম্মাদের মত খরচ করছে মার্কিন সরকার, অভিযোগ এলন মাস্কের

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্র সরকার যেভাবে বাজেট বরাদ্দ ও ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিলে খরচ করছে তা অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতি টিকে থাকবে কি না এমন প্রশ্ন তুলেছেন এলন মাস্ক। টেক্সাসের অস্টিনে বৈদ্যুতিক গাড়ি টেসলার গিগাফ্যাক্টরিতে বক্তব্য রাখতে গিয়ে এলন মাস্ক এমন অভিযোগ তোলেন। ওয়াল স্ট্রিট জার্নালের সিইও কাউন্সিল সামিটে গত সোমবার এমন বক্তব্য দেন মাস্ক। মাস্ক বাইডেনের অবকাঠামোগত উন্নয়ন বিলের সমালোচনা করে বলেন, মার্কিন ইতিহাসে এটা সবচেয়ে বিশাল বরাদ্দ। কিন্তু আপনি প্রতি বছর যত আয় করেন তারচেয়ে বেশি বরাদ্দ দিতে পারেন না। কার্যত এলন বাইডেনের ৩ ট্রিলিয়ন ডলারের অবকাঠামোগত উন্নত বিলকেই উদ্দেশ্য করে বলেন, বাইডেন প্রশাসন যদি সরকারি খরচ হ্রাস করতে না পারে তাহলে সত্যিই মার্কিন অর্থনীতিতে খারাপ কিছু ঘটবে। এটা পাগলামি। আমাদের ব্যয় এখন পর্যন্ত রাজস্বের চেয়ে বেশি।

প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের সব বিলিয়নেয়ারকে শূন্য করতে পারেন কিন্তু তারপরও এ ঘাটতি মেটাতে পারবেন না।
টেসলার প্রতিষ্ঠাতা বাইডেনের অবকাঠামো বিলের বিধানগুলিরও কঠোর সমালোচনা করেন। অবশ্য এধরনের বিলে বাইডেন প্রশাসন বৈদ্যুতিক গাড়ির চার্জিং নেটওয়ার্ককে ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিলেও বৈদ্যুতিক গাড়ি টেসলার মালিক হিসেবে মাস্ক বলেন এধরনের ভতুর্কির কোন প্রয়োজন নেই। বরং ভর্তুকি থেকে মুক্তি দেওয়া হোক। মাস্ক আরও বলেন, সাধারণত, আমি মনে করি সরকারের উচিত উদ্যোক্তাদের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা এবং অগ্রগতিতে বাধা না দেওয়া। উন্নত অবকাঠামোর পরিপ্রেক্ষিতে তিনি কী দেখতে চান সে বিষয়ে মন্তব্য করে, মাস্ক বলেন, বিমানবন্দর, ডাবল-ডেকার হাইওয়ে এবং ই-বাহনগুলির জন্য একটি টানেল সিস্টেমে বিনিয়োগ বরং বাঞ্ছনীয় হবে, যদিও তা বাইডেন প্রশাসন উল্লেখ করেছে কিন্তুআমি এই দিকে মার্কিন সরকারের কোনো শক্তিশালী প্রচেষ্টা দেখতে পাচ্ছি না।

যুক্তরাষ্ট্রে বাইডেনের অবকাঠামো উন্নয়ন বিল নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক করার পরে গত ১৫ নভেম্বর বাইডেন চূড়ান্ত অনুমোদন দেন। যদিও হাউসে বিপুল সংখ্যক রিপাবলিকান এই পরিকল্পনার বিরোধিতা করতে থাকে এবং মাত্র ১৩ জন বিলটি পাসের পক্ষে ভোট দেয়, সিনেট বিলটির প্রশ্নে আরও বিভক্ত হয়ে পড়ে, ১৯ জন সরকারি আইন প্রণেতা বিলটি নিয়ে বিরোধীদের সাথে যোগ দেয়। ই-কার অবকাঠামোতে বিনিয়োগের পাশাপাশি, এই বিলের লক্ষ্য যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট ও সেতু ঠিক করা, ইন্টারনেটের গতি এবং অ্যাক্সেস উন্নত করা এবং বিকল্প জালানির উৎস সৃষ্টিতে পাওয়ার গ্রিড আপডেট করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়