শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া শিক্ষা দরকার : ইউজিসি চেয়ারম্যান

শরীফ শাওন : [২] উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও বেকার থাকতে হচ্ছে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেন, দক্ষতা না থাকায় উচ্চ ডিগ্রিধারীরা চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তায় দিন পার করছেন।

[৩] মঙ্গলবার ‘চতুর্থ শিল্পবিপ্লব ও যাত্রাপথের সন্ধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

[৪] ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শতবর্ষ উদযাপন সর্ম্পকে ইউজিসির চেয়ারম্যান বলেন, আগামী ১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা রয়েছে কিনা, এ নিয়ে নানা ধরণের প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তারাও গতানুগতিক শিক্ষার মধ্যে পড়ে রয়েছে। এমন অবস্থান থেকে তাদের বেরিয়ে আসতে হবে।

[৫] কাজী শহীদুল্লাহ জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময় কারিকুলামে পরিবর্তন এলেও বেসিক বিষয়ে পরিবর্তন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধিতিতে কারিকুলাম অনুসরণ করে থাকে। ফলে কারিকুলাম পরিবর্তনে এক ধরনের জটিলতা হয়ে থাকে। ইউজিসির পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না।

[৬] এক্ষেত্রে ইউজিসির অনেক প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, চাইলেই সব পরিবর্তন করে ফেলা সম্ভব না। প্রথমে আমাদের মাইন্ড সেটের পরিবর্তন প্রয়োজন। সীমাবদ্ধতার বিষয়গুলো অনেকে অনুধাবন করলেও তা সমাধান করা সম্ভব হচ্ছে না জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় গবেষণায় দুর্বলতা রয়েছে। সেখানে কী হচ্ছে, কী নিয়ে গবেষণা চলছে এসকল বিষয়ে নিজেও জানেন না।

[৭] কাজী শহীদুল্লাহ বলেন, দেশ-বিদেশের বিশেজ্ঞদের নিয়ে আমার দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক সেমিনারে এসকল বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

[৮] সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইউজিসি ‘চতুর্থ শিল্পবিপ্লব ও যাত্রাপথের সন্ধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ঢাকার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলনকেন্দ্রে আগামী ১০ ও ১১ ডিসেম্বরে আয়োজন করা হবে।

[৯] চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে এর সম্ভবনাগুলোকে কাজে লাগাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নির্ধারণে ইউজিসি দেশ-বিদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক, শিক্ষার্থী, শিল্পোদ্যোক্তা, নীতিপ্রণেতা ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে আগামী ১০ ও ১১ ডিসেম্বর এ সম্মেলন আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। সেদিন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়