শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবির বটতলার হোটেলে প্রশাসনের অভিযান, ১টি বন্ধ ঘোষণা

ওয়াজহাতুল ইসলাম: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার হোটেল গুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছেন আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষক এবং সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া।

[৩] সোমবার (৬ ডিসেম্বর) রাত ৯ টায় আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন ৪টি হোটেলে এ অভিযান চালানো হয়।

[৪] অভিযানকালে হোটেল গুলোর খাবারের মান পরীক্ষা করে মালিকদের সতর্ক করা হয়। এসময় নিম্ন মান ও পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে 'বাংলার স্বাদ রেস্টুরেন্ট'-কে আগামীকাল দুপুরের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নুর জাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ১ হাজার টাকা জরিমানা এবং রাবেয়া বিরিয়ানি হাউজ ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টকে সাধারণ সতর্ক করা হয়েছে।

[৫] অভিযানের বিষয়ে মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, 'বটতলায় খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। শীঘ্রই অভিযোগকারী এবং বাংলার স্বাদ হোটেলের মালিককে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় বসবো। পরবর্তিতে অনিয়ম এড়াতে বিশ্ববিদ্যালয়ের কনজ্যুমার ইয়্যুথের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সকল হোটেলে খাবারের দাম সমন্বয় করে দেওয়া হবে।'

[৬] প্রসঙ্গত, এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৭ ব্যাচের মির্জা জামিল হায়দার নামের এক শিক্ষার্থী বাংলার স্বাদ হোটেলের খাবারের মান নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও তে ঐ শিক্ষার্থী দাবি করেন, বাংলার স্বাদ হোটেলে পঁচা-বাসি খাবার পরিবেশন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়