শিরোনাম

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা করলো রোহিঙ্গারা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা শরণার্থীরা ক্যালিফোর্নিয়ার আদালতে এ মামলা করেন। বিবিসি

[৩] মামলায় বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছিলো ফেসবুক। নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে শরণার্থী রোহিঙ্গারা ১৫০ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে। গার্ডিয়ান

[৪] মামলায় অভিযোগ করা হয়েছে, ফেসবুক অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যই উসকানিমূলক ভিডিও, সহিংসতা এবং অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখতে উৎসাহিত করেছে। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বেড়েছে এবং তা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

[৫] ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক দমন অভিযানের সময় আনুমানিক ১০ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিলো।

[৬] ২০১৮ সালে ফেসবুক স্বীকার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়