শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

আশিক এলাহী: [২] রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ ঘটিকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় একজন সেনা সদস্য গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।

[৩] রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালের সামনে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম গামী কাপ্তাই সেনানিবাসের একটি গাড়ি দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশাকে কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা রাঙ্গুনিয়া থানার অপর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি আলাদা ক্রেন এসে গাড়ি দুটিকে সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

[৫] রাঙ্গুনিয়ার থানার ওসি মো. মাহবুব মিলকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমাদের গাড়িটি তেল নেওয়ার উদ্দেশ্যে চন্দ্রঘোনা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। এসময় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে আমাদের গাড়ির সংঘর্ষ হয়। একজন সেনা সদস্য গাড়ির গ্লাসের সঙ্গে লেগে সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়