শিরোনাম

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোর্ডের সিদ্ধান্ত, ওমিক্রনের মধ্যেও দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত

স্পোর্টস ডেস্ক: [২] দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। সে কারণে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আজ শনিবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি জরুরি বৈঠক করে বিসিসিআই। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে কোহলিবাহিনী। তবে সফর কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

[৩] এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। টেস্ট ও ওয়ানডে হলেও আপাতত টি-টোয়েন্টি হচ্ছে না। ৪টি টি-টোয়েন্টি পরবর্তীতে সুবিধাজনক সময়ে খেলবে তারা। বেঠক শেষে দুপুরে বিসিসিআইর সেক্রেটারি জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়