শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:১৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুর ভাণ্ডারিয়ায় স্কুল ছাত্র খুন, একজন আটক

এস,এম রিয়াজ: [২] শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নদমূলা গ্রামের একটি বের (খাল) থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

[৩] নিহত শান্ত হাওলাদার (১৪) নদমূলা গ্রামের মো.লোকমান হাওলাদার এর ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

[৪] আটক আবির হাওলাদার (১৪) সে নদমূলা গ্রামের কালাম হাওলাদার এর ছেলে এবং শান্ত হাওলার এর বন্ধু।

[৫] এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

[৬] মামলার এজাহার সূত্রে জানাগেছে, শান্ত হাওলাদার বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামের জাকারিয়া হাওলাদার এর বাড়ী সংলগ্ন একটি বেরে ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ছেলেটিকে নিজের গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাষরোধ করে হত্যা করে। লাশ গুম করার উদ্যেশে ওই বেরের কাদা মাটির মধ্যে আংশিক পুতে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

[৭] ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার শান্ত হাওলাদার এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মগের্ প্রেরণ করেছে।

[৮] ভাণ্ডারিয়া থানার ইনপেক্টর (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, এ ঘটনায় নিহত ছেলেটির বাবা শুক্রবার রাতে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে ভাণ্ডারিয়া থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আবির হোসেন নামে এক কিশোরকে আইনের সহিত সংঘাতে জাড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়