শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধূলার দূষণে ঢাকা

শিমুল মাহমুদ: [২] সরেজমিনে রাজধানীর যাত্রাবাড়ি, শনিআখড়া, তিনশো ফিট, আব্দুল্লাপুর, মোহাম্মদপুর বেরিবাধ, রামপুরা, মান্ডা, চাঁনখারপুল, গুলিস্তান, উত্তরা ও গাবতলীসহ এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্রই ধুলা-বালি উড়ছে।

[৩] এসব এলাকায় সকাল থেকে সন্ধ্যা কখনও পানি ছিটানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি রোড সুইপার মেশিনও অধিকাংশ এলাকায় দেখা মেলেনি বলে দাবি বাসিন্দাদের।

[৪] পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার বলেন, অনিয়ন্ত্রিত সংষ্কার, সিটি করপোরেশনের বর্জ্য পুড়ানো, ফিটনেসবিহীন গাড়ির ধোয়া, সড়কে অপরিকল্পিত খোঁড়া-খুঁড়ি অপরিকল্পিত নির্মাণাধীন স্থাপনা।

[৫] যারা বিমানে যাতায়াত করেন কেবল উনারাই দেখতে পান, ঢাকা ধুলার চাদরে কিভাবে ঢেকে যাচ্ছে। মাটি থেকে ৫ কিলোমিটার উপর পর্যন্ত কালো ধোয়া আচন্ন হয়ে থাকে।

[৬] তিনি বলেন, ঢাকায় নিবন্ধিত গাড়ি ১৫ লাখ ৪০ হাজার। এরমধ্যে ৫ লাখ ৬০ হাজার গাড়ি রয়েছে ফিটনেসবিহীন। এর বাইরেও অনেক গাড়ি আছে যা শুধু কাগজেই ফিটন্যাস আছে। এসব গাড়ির বায়ুদূষণের ফলে একদিকে হাসপাতালে রোগী বাড়ছে অন্যদিকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে।

[৭] ড. আহমাদ কামরুজ্জামান বলেন, শুষ্ক মৌসুমে ঢাকা শহরে অন্তত ৬০ টি স্থানে নিয়মিতভাবে বজ্য পুড়ানো হয়। যা থেকে প্রচুর ধোয়া ও ধুলোবালির সৃষ্টি হচ্ছে।

[৮] নগর পরিকল্পনাবিদ প্রফেসর নজরুল ইসলাম বলছেন, স্বাস্থ্যসম্মত শহরে পরিণত করার জন্য মোটা দাগে ৫টি সমস্যা সমাধাণের উপর জোর দেওয়া জরুরি। এক. বায়ু দূষণ, দুই. পানি দূষণ, তিন. বর্জ্য ব্যবস্থাপনা, চার. সবুজ পরিবেশ, পাঁচ.শব্দ দূষণ। এ কাজ গুলো যদি করা যায় তবে দূষণ মুক্ত হবে ঢাকা।

[৯] বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর বায়ুদূষণের ফলে ২১ শতাংশ নিউমোনিয়া, ২০ শতাংশ স্ট্রোক, ৩৪ শতাংশ হৃদরোগ, ১৯ শতাংশ সিওপিডি এবং ৭ শতাংশ ফুসফুসের ক্যান্সারের কারণে মারা যায়।

[১০] জাতিসংঘের তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। শুধু তাই নয় সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’র তথ্যমতে, ঢাকায় বায়ুদূষণ না থাকলে মানুষ আরও প্রায় ৭ বছর সাত মাস বেশি বাঁচতে পারতো। এছাড়া, একই কারণে সারাদেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৫ বছর চার মাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়