শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাধবদীতে আটোরিক্সা চালকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: [২] মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের কামাল এর ছেলে আটো চালক(১৩)অন্তরের লাশ মিললো ডুবাতে।

[৩] অন্তরের মামা রাসেল ও এলাকাবাসী জানান, অন্তর (১৩) অটোরিক্সা চালাত। দরিদ্র পরিবারে কামাল ও রাহিমা এর আদরের সন্তান ছিল অন্তর। তিন ভাই আর দুই বোনের মধ্যে অন্তর তৃতীয়। পরিবারের স্বচ্ছলতা ও একটু সুখের আশায় অটোরিক্সা চালাত সে। গতকাল বুধবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের মতো অটো নিয়ে রাস্তায় বের হয়ে যাত্রী নিয়ে চলাচল করে।

[৪] খিলগাঁও থেকে রাতে মুখোশ পড়া দুজন যাত্রী নিয়ে রাত আনুমানিক ৯টার দিকে বালাপুরের দিকে যায়। প্রতিদিনের ন্যায় সময় মত বাসায় না ফিরলে অন্তরের বাবা লোকজন নিয়ে খোঁজতে থাকে। অন্তর সাধারণত মোবাইল ব্যবহার করতো না। আত্মীয় স্বজনও সম্ভাব্য সব জায়গায় খোঁজে তার সন্ধান না পেয়ে আড়াই হাজার ও মাধবদী থানায় দুটি জিডি করেন।

[৫] পরে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টায় অন্তরের লাশ মিলে ইউ. সি.বি. ইটাখোলার নিকটে এক ডোবাতে।

[৬] খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান। পুলিশ লাশের সুরতহাল শেষে পোস্ট মর্টেম করার জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

[৭] মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান মোবাইলে বলেন, বিষয়টি জানার সাথে সাথেই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে নিহত অন্তরের বাড়িতে যাই এবং লাশের সুরতহাল করার নির্দেশ দেই।

[৮] সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়