শিরোনাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে পালন করা হবে

সালেহ্ বিপ্লব: [২] চালু হবে বাৎসরিক বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতামালা।

[৩] ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দুই প্রধানমন্ত্রী এ বছর থেকে মৈত্রী দিবস পালনের সিদ্ধান্ত নেন। বাসস

[৪] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) অনুষ্ঠানমালার আয়োজক। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মৈত্রী দিবসে দিল্লির কর্মসূচী ঘোষণা করেছেন সংবাদ সম্মেলনে।

[৫] দিবসটি উপলক্ষে এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বার্ষিক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এবারের মূল বক্তা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

[৬] এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তা দেবেন।

[৭] বাংলাদেশ ছাড়াও ১৮টি দেশে মৈত্রী দিবস উদযাপন করা হবে।

[৮] দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমীরাত।

[৯] দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওইদিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়