শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জের জগন্নাথপুরে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক, আটক ৩

জাকারিয়া জোসেফ: [২] জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরে দু'পক্ষের লোকজন এর মধ্যে বন্দুক যুদ্ধে ১৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

[৩] স্থানীয়, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রানিবাসী মোঃ বদরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী উস্তার গনির লোকজন এর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। সাম্প্রতিক সময়ে স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এর উন্নয়ন কমিটি ও ভূমি নিয়ে বিরোধ বাঁধে।

[৪] এরই জের ধরে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এই দু'পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

[৫] গুলিবিদ্ধ আব্দুস সামাদ (৩৯), আয়েশা বেগম (২৮), আমিরুন নেছা (৫০) ও আলেয়া (৪০) সহ মোট ১৯ জন গুলিবিদ্ধ সহ ৪০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

[৬] সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

[৭] সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ দল আহতদের চিকিৎসার্থে সহযোগিতা করেছেন।

[৮] জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম ও মোবারক হোসেন বলেন, আহতরা গুলিবিদ্ধ হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়