শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. শোয়েব সাঈদ: ‘ওমিক্রন ভীতি’ এবং ভ্যাকসিন জাতীয়তাবাদ

ড. শোয়েব সাঈদ
এ বছরের ৩১ জুলাই কলাম লিখেছিলাম ডেল্টা কেন এতো বিপজ্জনক? চার মাস পর আমাদের নতুন ভাবনা ওমিক্রনকে কেন এতো ভয়? ভ্যাকসিন সফলতার মাঝেও কোভিড কাহিনি হইয়াও হইলো না শেষ। মিউটেশন বা পরিবর্তন ভাইরাসের জন্য প্রতিনিয়ত ঘটা সাধারণ ধর্ম। অনেকগুলো মিউটেশনের ফলেএকটি ভাইরাস স্ট্রেইনে কিছুটা ভিন্ন ধরনের জেনেটিক লাইনের উদ্ভব হয় যাকে ওই স্ট্রেইনটির নতুন ভ্যারিয়েন্ট বলা হয়। ভাইরাস পোষক কোষে যেমন কোভিড ভাইরাস আমাদের দেহকোষে প্রবেশ করে নিজেদের অসংখ্য কপি তৈরি করে। ক্রমাগত কপি করতে গিয়ে ভাইরাসের আরএনএতে কিছুটা ভুলভ্রান্তি বা ত্রæটি ঘটে থাকে যাকে আমরা মিউটেশন বলি। জেনে অবাক হবেন কোভিড ভাইরাসের শুধু স্পাইক প্রোটিন অংশে এ পর্যন্ত হাজার হাজার মিউটেশন ঘটেছে। ভাইরাসে মিউটেশনের ফলে এমাইনো এসিডের বিন্যাসে পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনে ভাইরাসটি আগ্রাসী হয়ে উঠলেই বিপদ। মিউটেশনে ভাইরাস দুর্বলও হতে পারে, অবলুপ্তও হতে পারে, সেই ভাগ্য আমাদের এখনো হয়নি, বিপদের মধ্যেই আছি। ওমিক্রনে মিউটেশনের পরিমাণ অনেক বেশি। মোট ৫০টি মিউটেশনের ৩২টি ভাইরাসের গুরুত্বপূর্ণ অংশ স্পাইক প্রোটিনে। স্পাইক প্রোটিন সংক্রমণে এবং ভ্যাকসিন কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। দুশ্চিন্তার আরও কারণ হচ্ছে সংক্রমণের জন্যে আরও গুরুত্বপূর্ণ অংশ রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন বা আরবিডিতে রয়েছে ১০টি মিউটেশন। সহজবোধ্য উপস্থাপনায় মিউটেশনের বিন্যাস্তটিকে সাজাতে পারি এভাবে ৫০-৩২-১০।

আলফা ভ্যারিয়েন্টে মোট মিউটেশন ছিলো ২৩টি, ৮টি ছিলো স্পাইক প্রোটিনে আর আরবিডিতে ১টি। মিউটেশনের বিন্যাস্তটি হবে ২৩-৮-১। বেটা ভ্যারিয়েন্টে মোট মিউটেশন ছিলো ২০টির কাছাকাছি, ১০টি ছিলো স্পাইক প্রোটিনে আর আরবিডিতে ৩টি। মিউটেশনের বিন্যাস্তটি হবে ২০-১০-৩। গামা ভ্যারিয়েন্টে মোট ১৭টি মিউটেশন ছিলো, যার ১০টি ছিলো স্পাইক প্রোটিনে আর আরবিডিতে ৩টি। মিউটেশনের বিন্যাস্তটি হবে ১৭-১০-৩। ডেল্টা ভ্যারিয়েন্টে মোট মিউটেশন ছিলো ১৭টি, ৭টি ছিলো স্পাইক প্রোটিনে আর আরবিডিতে ২টি। মিউটেশনের বিন্যাস্তটি হবে ১৭-৭-২। ওমিক্রনের ক্ষেত্রে স্পাইক প্রোটিন আর আরবিডিতে মিউটেশনের ব্যাপকতা সবাইকে ভাবিত করেছে। ওমিক্রন শেষতক কতোটা ক্ষতিকর জানার জন্যে কয়েক সপ্তাহ তো অপেক্ষা করতেই হবে। এবার একটু আশার কথা বলি। স্পর্শকাতর লোকেশনে বেশি মিউটেশন নিয়ে আলফা, বেটা, গামা কিন্তু ভোগান্তিতে ডেল্টাকে অতিক্রম করতে পারেনি। গামার স্পাইক প্রোটিনে তিনটি ভীতিকর মিউটেশন ছিলো কিন্তু শেষতক হারিয়ে যায়।ওমিক্রনে ভ্যাকসিন ফাঁকি দেওয়ার কথা উঠেছে মিউটেশন ই৪৮৪ এর জন্য। এই মিউটেশনটি কিন্তু বেটা এবং গামাতেও ছিলো। ডেল্টাতে ছিলো না কিন্তু ডেল্টা এ যাবৎ সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়েছে। স্পাইক প্রোটিন মিউটেশনে ভ্যাকসিনের কার্যকারিতার কমবেশি হলেও ভ্যাকসিনের সেফটি নেটকে ব্যাপকভাবে ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন হয়তো সম্ভব নয়।

কানাডার ডাটা থেকে জানায় যায় উহানের আদি ভাইরাস থেকে আলফা, বেটা, গামা ভ্যারিয়েন্ট রোগীকে হাসপাতাল, আইসিইউ কিংবা মৃত্যুর দিকে ঠেলে দিতে যথাক্রমে ৫২, ৮৯, ৫১ শতাংশ অধিক সক্ষমতা দেখিয়েছে। আবার ডেল্টাকে অন্য ভ্যারিয়েন্টগুলোর চাইতে দেড় থেকে দুইগুণ ক্ষতিকারক বিবেচনা করা হয়।
ওমিক্রনকে মোকাবেলায় বিশ্ব যেকোনো সময়ের চাইতে বর্তমানে অনেক বেশি সক্ষম। সমস্যা হচ্ছে ইতোমধ্যে ধরাশায়ী অর্থনীতি আতংকের ফলে আরও দুর্দশায় পতিত হওয়ার বিষয়টি। ওমিক্রন দেখিয়েছে ভ্যাকসিন জাতীয়তাবাদের স্বার্থপর খেলোয়াড়রা আফ্রো-এশিয়াকে অরক্ষিত রেখে নিজেদের সুরক্ষাকেই দুর্বল করে দিচ্ছে মাত্র। ওমিক্রন আতঙ্ক সত্যি সত্যি সংকট তৈরি না করে এমনিতেই হারিয়ে যাক এটিই আমাদের প্রার্থনা।
লেখক: কলামিস্ট এবং মাইক্রোবিয়াল বায়োটেকনোলজিস্ট। কানাডার একটি বহুজাতিক কর্পোরেটে ডিরেক্টর পদে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়