শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ১০

রিয়াদ ইসলাম: [২] পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ইউনিয়নের চরকুড়ুলিয়াতে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ২৮ নভেম্বর লক্ষ্মীকুন্ডা ইউপি নির্বাচনে নৌকার বিজয়ী প্রার্থী আনিস শরীফ ও স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিন জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মোট কতজন আহত হয়েছেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

[৪] স্থানীয়রা জানায়, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। তারই জেরে রাতে এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

[৫] চেয়ারম্যান আনিস শরীফ জানান, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত সদস্য প্রার্থী হৃদয় ও বিজয়ী আসাদুলের কর্মী সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে।

[৬] এ ঘটনায় দুই মেম্বর প্রার্থীর কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়