শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

জহিরুল ইসলাম শিবলু: [২] তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতায় ছাত্রলীগ নেতা সজিব নিহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহত ছাত্রলীগ নেতার বোন সনিয়া আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় এ মামলা করেন।

[৩] মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান (আনারস প্রতীক) আমির হোসেন খানসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলার পর ওই রাতেই মামলার প্রধান আসামি মাসুদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলার নয়নপুর গ্রামের মৃত- আব্দুস সাত্তারের ছেলে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা প্রতিক) প্রার্থী ছিলেন শাহানাজ আক্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতিক) ছিলেন আমির হোসেন খান। রোববার সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহনের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিকের পক্ষে দায়িত্ব পালন করে আসছেন সজিব। হঠাৎ বিকেলে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার লোকজন কেন্দ্র থেকে বাহিরে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় লাঠি দিয়ে পায়ে ও মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়ে যায় সজিব। তাদের লাঠির আঘাতেই তাঁর মৃত‍্যু হয়। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-২০ জনকে আসামি করা হয়েছে।

[৬] রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানা, মামলার আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়