শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ইউপি সদস্য নির্বাচিত

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ওয়ার্ডের অন্য প্রতিদ্বন্দ্বীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় এবং অন্য আরেকটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুই জন ওয়ার্ড মেম্বার পদে নির্বাচিত হন।

[৩] জানা যায়, উপজেলার ২নং সাতৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। তার ওয়ার্ড থেকে অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

[৪] এছাড়া ৫নং বোয়ালমারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদে মো. ইউনুস শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডের অপর তিন প্রার্থী আলমগীর মোল্যা, বিল্লাল মোল্যা ও মো. আইউব খাঁ রোববার (২৮ নভেম্বর) দুপুরে নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

[৫] সাতৈর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবু আহাদ বলেন, উপজেলার ২নং সাতৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেনসহ দুই জন মেম্বার পদে মনোনয়ন কিনেছিলেন। একজন মনোনয়ন পত্র জমা দেননি। বাছাইয়ে অপর প্রার্থী ইসমাইল হোসেনের মনোনয়ন বৈধ হওয়ায় ইসমাইল হোসেন অনানুষ্ঠানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলা যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়