শিরোনাম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহত শিক্ষার্থীর বাবা বলেছিল, ভিক্ষা কইরা হইলেও তোরে ভালো একটা কলেজে ভর্তি করামু (ভিডিও)

হাসান তাকী : সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের এই শিক্ষার্থী। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

রেজাল্টের পর ভাল একটি কলেজে ভর্তি করানোর আবদারে তার বাবা আব্দুর রহমান বলেছিলেন, ‘ভিক্ষা কইরা হইলেও তোরে ভালো একটা কলেজে ভর্তি করামু’। কলেজের অন্য ছেলেদের সাথে তুমি সুন্দর করে থাকবা ও চলবা।

রাকি নামে এক প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা ৪-৫ জন রামপুরার ওই সড়কের পাশেই ছিলাম। দেখলাম যে রাইদা পরিবহনের একটি বাস রামপুরা থেকে মালিবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ করে একটি ছেলে রাইদা বাসে উঠতে চেষ্টা করে। বাসে ওঠার পর কোনো কারণে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয়।

বাঁ পাশ দিয়েই বেপরোয়া গতিতে অনাবিল পরিবহনের একটি বাস আসছিল। বাসটি ওই ছেলেকে চাপা দেয়। এরপর আমরা বন্ধুরাসহ মোট ২০-২২ জন বাসটিকে রামপুরা থেকে মালিবাগের দিকে ধাওয়া করি। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর আমরা বাসটি আটকে দিই। পরে জানালা দিয়ে চালক ও দরজা দিয়ে হেল্পার পালিয়ে যায়।

রাকিব বলেন, ছেলেটিকে চাপা দেওয়ার সময় রাইদা ও অনাবিল উভয় বাসই বেপরোয়া ছিল। মনে হচ্ছিল তারা প্রতিযোগিতায় বাস চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়