শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে: হিন্দুত্ববাদী নেতা মোহন ভাগবতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: [২] ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে বলে মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

[৩] গণমাধ্যমে প্রকাশ, গতকাল (শনিবার) মধ্য প্রদেশের গোয়ালিয়রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোহন ভাগবত বলেন–‘আপনারা দেখতে পাবেন যে হিন্দুদের সংখ্যা এবং শক্তি কমে গেছে। বা হিন্দুত্বের চেতনা কমে গেছে। হিন্দুদের হিন্দু থাকতে হলে ভারতকে 'অখন্ড' হতে হবে।’

[৪] তিনি বলেন, হিন্দু ও ভারত আলাদা হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ভারতকে যদি ভারত থাকতে হয় তবে ভারতকে হিন্দুই থাকতে হবে। তিনি বলেন– ‘হিন্দু ছাড়া ভারত নেই, এবং ভারত ছাড়া হিন্দু নেই’। মোহন ভাগবত আরও বলেন, হিন্দুদের শক্তি কম হলে ভারত দুর্বল হবে। হিন্দুদের দেশ থেকে আলাদা করলে কোনও ইতিহাস থাকবে না।

[৫] গোয়ালিয়রের ওই অনুষ্ঠানে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি, আরএসএসের বড় বড় নেতা এবং রাজ্যের অনেক নেতাও অংশগ্রহণ করেন। এই প্রথম নয় যে, আরএসএস প্রধান মোহন ভাগবত হিন্দুদের নিয়ে এমন বক্তব্য দিলেন। এরআগে ২৫ নভেম্বর নয়ডায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, দেশভাগের সময় ভারত একটি বড় ধাক্কা দেখেছিল। যাকে ভুলে যাওয়া যায় না এবং কখনও তার পুনরাবৃত্তি হবে না। দেশভাগের সময় ভারতের দুর্ভোগের কথা ভুলে যাওয়া উচিত নয়। এই ধাক্কা একমাত্র তখনই কাটিয়ে ওঠা যাবে, যখন ভারত আবার অখণ্ড হবে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

পার্স টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়