শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে অনাবাদি জমিতে তরমুজ চাষে ৫ তরুনের সাফল্য

নুর উদ্দিন: [২] ছাতকের কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট সংলগ্ন তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনাবাদি জমিতে বাঁশের মাচায় ঝুলছে নানা রঙের তরমুজ। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে এখানে তরমুজের চাষাবাদ করা হয়েছে। চাষকৃত তরমুজের ফলনও বেশ ভালো হয়েছে।

[৩] প্রায় সোয়া একর জমিতে গোল্ডেন ক্রাউন, ইয়োলো হানি, থাই সুইটসসহ পাঁচটি জাতের তরমুজ চাষাবাদ করেছেন এলাকার পাঁচ তরুণ। উন্নত জাতের এসব তরমুজের চাষাবাদে খরচ হয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। বাগানের তরমুজ বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা আয় হবে বলে ধারণা করছেন উদ্যোক্তারা।

[৪] বাগান ঘুরে দেখা যায়, একেকটি তরমুজের ওজন এখন ৫০০ গ্রাম থেকে এক কেজি। আগামী ২ সপ্তাহ পর তরমুজগুলো পরিপুষ্ট হবে বলে জানিয়েছেন কালারুকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

[৫] তরমুজ চাষের মূল উদ্যোক্তা আশরাফুর রহমান গড়গাঁও গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। এক যুগ ধরে নানা ব্যবসায় জড়িত থাকার সুবাদে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। এক সময় তরমুজ চাষাবাদের উদ্যোগ নেন তিনি। তার সঙ্গে যুক্ত হন স্থানীয় রামপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান, শেখকান্দি গ্রামের নজরুল ইসলাম, রায়সন্তোষপুর গ্রামের নাঈম আহমদ ও একই গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান সাকিব।

[৬] আশরাফুর রহমান বলেন, পরীক্ষামূলকভাবে তরমুজের বাগান তৈরিতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আমরা লাভবান হওয়ার আশাবাদী।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন বলেন, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিনসমৃদ্ধ ফল তরমুজ। এলাকার স্থানীয় পাঁচ তরুণ উদ্যোক্তার তরমুজের বাগান দেখে অনেকেই আগ্রহী হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়