শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে : গুলাম নবী আজাদ

রাশিদুল ইসলাম : [২] জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, কেন্দ্রীয় সরকার শুধু জম্মু-কাশ্মীরের পরিচয় কেড়ে নেয়নি, বরং রাজ্যটিকেও দুই টুকরোয় বিভক্ত করেছে। পারসটুডে

[৩] তিনি বলেন, ব্রিটিশরাও জম্মু-কাশ্মীর ভাঙার সাহস করতে পারেনি। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্তে পৌনে দুশো বছরের অস্তিত্ব একপ্রকার শেষ করে দিয়েছে। তিনি শনিবার কুলগামে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

[৪] সাবেক মুখ্যমন্ত্রী বলেন রাজ্যটিকে দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে উপত্যকার জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের মধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে জম্মু-কাশ্মীরকে পুনরায় বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

[৫] গুলাম নবী আজাদ বলেন, সাধারণত কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কিন্তু এখানে এমন হয়েছে যেন পুলিশের মহাপরিচালককে (ডিজিপি) থানাদার, মুখ্যমন্ত্রীকে বিধায়ক এবং মুখ্যসচিবকে পাটোয়ারি করা হয়েছে। কোনও বুদ্ধিমান মানুষ এই কাজ করতে পারে না। তিনি বলেন, এ বিষয়ে সংসদে অনেক কথা বলেছি।

[৬] তিনি বলেন, কাশ্মীর পুনরায় রাজ্যের মর্যাদা না পাওয়া পর্যন্ত কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। এবং এ জন্য আমাদের প্রাণ হারাতে হলেও আন্দোলন চলবে। আমরা রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার জন্য গুলি খেতেও প্রস্তুত।

[৭] তিনি বলেন, ৩৭০ ধারা অপসারণের পরে, কেন্দ্রীয় সরকার এখানে কতগুলো শিল্প স্থাপন করেছে তা সকলেই জানেন। নতুন শিল্প স্থাপন তো দূরের কথা, প্রায় সাড়ে সাত হাজার শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। এ সময়ে তিনি তার মেয়াদে করা উন্নয়ন কাজের বিবরণ দিয়ে বলেন, সর্বোচ্চ উন্নয়ন কাজ যাতে করা যায় সেজন্য তিন শিফটে কাজ করা হয়েছে। তিনি মুদ্রাস্ফীতি ও বেকারত্বের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়