শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনজুরুল হক: ভূমিকম্প নিয়ে ওয়েবপোর্টাল ও টিভি চ্যানেলগুলোর ভুল তথ্য প্রচার এবং তাদের জবাবদিহিতা

মনজুরুল হক: ভারতীয় চ্যানেল বন্ধ করো, বিজ্ঞাপন রেট ৩০ শতাংশ বাড়াও এর মতো ‘মামাবাড়ির আব্দার’ পাস করিয়েছে দেশি চ্যানেলগুলো। এখন ঢাকায় বিদেশি চ্যানেল চলছে তাদের বিজ্ঞাপনের সময় ফিক্সড নোটিশ ঝুলিয়ে। এদিকে অধিকাংশ দেশি চ্যানেল তুর্কী সুলেমান টাইপ সিরিয়াল আর সস্তার বাংলা সিনেমা দিয়ে টাইম পাস করছে। সে করুক। সরকারের নেক নজরে থাকলে অনেক কিছু হাসিল করা যায়। করছেও, কিন্তু দর্শককে ‘সহমত’ আর বাতাবি লেবুর বাম্পার ফলন গিলিয়ে মালকড়িও কামিয়ে নিলো। তা বলে সাবালক হবে না? ২৬ নভেম্বর ভোরে সারাদেশে মৃদু ভূমিকম্প হয়েছে। চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ- ‘৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ’।
দুয়েকটা চ্যানেল আর পত্র-পত্রিকা ছাড়া অধিকাংশই ৬.১ এবং ৫.৮ মাত্রার ভূমিকম্প লিখে দিলো। কারও মাথায় আসলো না ৬.১ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা-চট্টগ্রামের এক-তৃতীয়াংশ বাড়িঘর ধসে পড়ার কথা। হাজার হাজার প্রাণহানি ঘটে যাওয়ার কথা। ৬ মাত্রা পার হলে সেটা বিপজ্জনক। ৭ পার হলে মহাবিপজ্জনক।
আসল ঘটনা কী? ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল থেকে বহু দূরের বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় এর মাত্রা খুব বেশি হলে ৪.৫ কিংবা ৫ অনুভূত হতে পারে। ৬.১ মাত্রার ভূমিকম্প, অথচ ‘ভূমিকম্পের ফলে দেশের কোথাও এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি’। দেশের টিভি দর্শকদের, ওয়েবপোর্টালের পাঠকদের এমন ভুল তথ্য দেওয়ার কারণে কোনো কর্তৃপক্ষ তাদের জবাবদিহিও করবে না, এমনই ‘নিয়মতান্ত্রিক’ দেশ।
লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়