শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াই হাজার বছরের পুরানো প্রত্নসম্পদের সন্ধান দিলো নয়া দালান

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর পাহাড়ে মিলেছে আড়াই হাজার বছরের পুরানো প্রত্নসম্পদের।

[৩] আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ‘নয়া দালান’ এর উদ্যোগে উক্ত প্রত্নস্থানটি নিয়ে দীর্ঘদিন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর শনিবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।

[৪] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, নয়া দালানের প্রধান উপদেষ্টা এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ আতাউর রহমান, প্রত্নস্থানটির আবিষ্কারক ওসমান গনি এনু ও প্রত্ন বিশেষজ্ঞ ড. আহমেদ আবদুল্লাহ, ডক্টর মো: কামাল উদ্দীনসহ নয়া দালানের উপদেষ্টা, রিসার্চ টিমের সদস্যরা।

[৫] লিখিত বক্তব্যে নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম জানান, ‘একাডেমিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পর কয়েকদফা বিশেষজ্ঞ দল সহ এটি খনন করে নিশ্চিত করা হয় স্থাপনার। এরপর বয়স নির্ধারণের জন্য আমেরিকার আর্টেমিস টেস্টিং ল্যাবে সেম্পল পাঠানো হয়। রিপোর্টে জানানো হয় এটির বয়স ২৩০০ থেকে ২৭০০ বছরের পুরানো। চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রচেষ্টায় সরকারি উদ্যোগে প্রত্নস্থানটি খনন প্রক্রিয়া চলছে। ‘

[৬] চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘ভৌগোলিক আশীর্বাদ পুষ্ট ষোড়শী কন্যা খ্যাত মীরসরাইয়ের রয়েছে দীর্ঘ ইতিহাস ঐতিহ্য। এগুলা ধরে রাখা পাশাপাশি সরকারের উন্নয়ন কাজে নয়া দালান এর মতো একটি প্রতিষ্ঠান দরকার ছিলো। প্রত্নতত্ত্ব অনুসন্ধান দিয়ে সফলতার সাথে সেটি নয়া দালান করে দেখিয়েছি।’

[৭] উল্লেখ্য, ওয়াহেদপুর গহীন পাহাড়ে প্রাচীন স্থাপনা আবিষ্কারের মধ্যে দিয়ে চট্টগ্রামের ইতিহাস নতুন করে সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়