রাশিদুল ইসলাম : [২] দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণকারী যে ৬১ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছে তারা ওমিক্রনে সংক্রামিত কি না তা তদন্ত করছে ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ। সিএনএন
[৩] ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা বলছে, ওমিক্রন ইউরোপে ছড়িয়ে পড়ার ‘উচ্চ থেকে খুব বেশি’ ঝুঁকি রয়েছে।
[৪] বিশ্বজুড়ে আতঙ্কে একাধিক দেশ দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালাভি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জালানি তেল ও শেয়ার বাজারে ধস বিশ্ব অর্থনীতির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ধস নেমেছে স্বর্ণের বাজারেও।
[৫] বিজ্ঞানীরা বলছেন ওমিক্রনের মত ভয়ংকর ভেরিয়েন্ট তাদের হতবাক করে দিয়েছে।
[৬] বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক দোলাচল শুরু হয়েছে ওমিক্রন শঙ্কায়। ফের লকডাউন, কাজ হারানোর ভয় আর কোভিডকালীন মন্দা কি আবার অর্থনৈতিক পুনরুদ্ধারকে রুদ্ধ করবে এ আশঙ্কা বিরাজ করছে সর্বত্র।